home . about . ক্রিকেট
একনজরে বল্লী
l24-11-22 (03:59)

বল্লী একটি সুন্দর ও ঐতিহ্যবাহী গ্রাম। এটি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নে অবস্থিত। পিয়াইন নদীর তীরে গড়ে উঠা খালিয়াজুরী উপজেলার একটি ঐতিয্যবাহী অঞ্চল বল্লী। কালের পরিক্রমায় বল্লী আজ শিক্ষা, সংস্কৃতি,ধর্মীয় অনুন্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে সতন্ত্রে সমুজ্জল।

আয়তন ও জনসংখ্যা

আয়তন ও জনসংখ্যার দিক থেকে এটি ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। এর জনসংখ্যা ৪৭৫০ (আদম শুমারি ২০১১ অনুযায়ী)। সর্বশেষ ২০২২ এর হালনাগাদ অনুযায়ী, এর প্রত্যাশিত জনসংখ্যা ৬০৮০ জন। জনসংখ্যা বৃদ্ধি হার ১.২৮। আয়তন ১৬ বর্গ কিলোমিটার (প্রায়)।

ভূ-ভাগ

এর চারটি অঞ্চল রয়েছে। সেগুলো হলো-

এর জনবসতি নয়টি। সেগুলো হলো-

শিক্ষা ব্যাবস্থা

এখানে স্কুল এবং মাদ্রাসা দুই শিক্ষা ব্যাবস্থাই বিদ্যমান। বিদ্যালয় সমূহ মাদ্রাসা

ধর্মীয় প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান সমূহ


মসজিদ ৬টি, মাদ্রাসা ৩টি।
মসজিদ সমূহ মাদ্রাসা
অন্যান্য

খেলাধুলা

খেলাধুলায় ও সেরা বল্লী। ফুটবল ও ক্রিকেটে ইউনিয়নের ফেবারিট দল বল্লী। দুটোই এখানকার জনপ্রিয় খেলা। এছাড়া সাতার, দৌড় ও কাবাডিতে একচ্ছত্র আধিপত্যের নাম বল্লী। বিভিন্ন ঘরোয়া আসর ও আছে এগুলো।
ঘরোয়া আসর সমূহ-
ক্রিকেট

অন্যান্য
খেলাধুলা উন্নয়নের জন্য নির্ধারিত এসোসিয়েশন সমূহ
হাওর এলাকা হওয়ায় হয়তো অনেক ব্যাঘাত ঘটছে খেলাধুলার। তবুও এককথায় এটি খেলাধুলায় অন্যতম সেরা খালিয়াজুরী উপজেলায়।

#balli #বল্লী
0 comment of posting একনজরে বল্লী
16

no comment
» একনজরে বল্লী
» বল্লী ক্রিকেট এসোসিয়েশন
Name:

Comment:

Smilies List
online: 0 | hits: 143x
© pvlcms